ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

আন্দোলনকারীদের তোপের মুখে স্থান ত্যাগ করলো পুলিশ

আবু উবাইদা - ববি প্রতিনিধি
জুলাই ১১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের কর্মসূচি অনুযায়ী আজ(১১ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখলী মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ প্রশাসন বাঁধা দেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ তাদের অবস্থান ত্যাগ করে সরে যেতে বাধ্য হয়।

কোটা আন্দোলনের আজ ১২ তম দিনে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আন্দোলনকে ঘিরে। এসময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনস্থলে যোগ দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে মুর্হুমুহু স্লোগান দিতে থাকে৷ তাদের হাতে কোটা বিরোধী নানা প্লাকার্ড ও ব্যানার দেখা যায় এসময়।

এ ব্যাপারে বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য সুজয় শুভ জানান, আমাদের যৌক্তিক দাবি আদায়ে শত বাঁধা উপেক্ষা করে হলেও আমরা মাঠে থাকবো। যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিগত দিনেও নানা যৌক্তিক সংগ্রাম – আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কিন্তু আজ যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ সদস্যরা নগ্ন হস্তক্ষেপ করলো তা নজিরবিহীন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া বলেন, মহাসড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের ৫ জেলার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছিলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।