ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানতো না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

৫ আগস্টের পর তিন মাস সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশেই ছিলেন, এমন কোনো বিষয় সরকার জানতো না। জানলে তখনই তাকে গ্রেফতার করা হতো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীর আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, যারা দোষী না, মামলা হলেও তাদের কিছুই হবে না। পুলিশের মনোবল ফিরেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।