ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কালবৈশাখীর থাবায় লন্ডভন্ড বাউফল

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফল উপজেলায় রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সমগ্র এলাকায় রাতের মত অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। একপর্যায়ে ব্যাপক মেঘাচ্ছন্ন হওয়ার পরে মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাতসহ ঝড় হয়। উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণের ব্যাপক ক্ষতিসাধন হয়। গাছসহ বিভিন্ন ফসল ও রাস্তাঘাট ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে চলাচলের রাস্তা আটকে যায়। নজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামের মো. জাহিদ শিকদারের ছেলে মোঃ রাতুল শিকদার (১৪) বজ্রপাতে মারা যায়।

দাসপাড়া ইউনিয়নের চরআলগি গ্রামের বসতঘরের ওপর গাছের গুঁড়ি চাপা পড়ে মোসা সাফিয়া বেগম (৮০) মৃত আহমেদ প্যাদার স্ত্রী মোসাঃ সাফিয়া বেগম (৯৫) মারা যান। কেশবপুর ইউনিয়নের বজ্রপাতে কৃষকের তরমুজ খেতে ঘাস খাওয়া অবস্থায় দুটি গরু মারা যায়। ধুলিয়া ইউনিয়নের বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের কারণে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা টলারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তাছাড়া উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেল গ্রামের মন্নান ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী (৪৩), মনু রাঢ়ীর ছেলে ইসমাইল রাঢ়ী (৪০) মাছ ধরার টলার থেকে নদীতে পরে নিখোঁজ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

বাউফল থানা ভবন বিল্ডিংয়ের চার তলা ভবনের পশ্চিম দক্ষিণ কোনে ১০ থেকে ২০ ফুট লম্বা সিঁড়ির দুই খোপে গ্লাস ভেঙে গ্লাসের ফ্রেম ভেঙে নিচে পড়ে যায়। পুরো উপজেলা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দাসপাড়া ইউনিয়নের জহির রায়হানসহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।