ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নিষেধাজ্ঞার মধ্যেও মুলাদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব

তানজীল ইসলাম শুভ
অক্টোবর ২২, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের মুলাদি উপজেলায় সরকার কর্তৃক জারি করা নিষেধাজ্ঞার মধ্যেও অব্যাহত রয়েছে ইলিশ শিকার। মাছ ধরার এ নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় মৎস্যজীবীরা দিন-রাত নদীতে ইলিশ আহরণ করে চলেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পাইতাখলা, সংলগ্ন শৈলা নদীতে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অন্তত ২০/২৫ টি নৌকায় করে ইলিশ ধরার উৎসব করছে স্থানীয় জেলেরা।

নিষিদ্ধ মৌসুমে ইলিশ শিকারের ফলে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, যা আগামী দিনের জন্য মৎস্যসম্পদ হ্রাসের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রশাসনের উদাসীনতায় এবং পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবে মৎস্যজীবীরা নির্বিঘ্নে ইলিশ শিকার চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে মৎস্যজীবীদের আঁতাত থাকায় তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছেন।

অন্যদিকে, স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই নিরব ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার বন্ধে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। এছাড়া, সঠিক নজরদারি ও কঠোর শাস্তির ব্যবস্থা না থাকলে, ইলিশের উৎপাদন বিপর্যয়ের দিকে ধাবিত হবে।

মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন  অবশ্য দাবি করছেন, তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং অভিযানে আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তবে মাঠ পর্যায়ে চিত্র একদমই ভিন্ন । স্থানীয়রা দাবী করছেন মৎস অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কোনো ঝামেলা ছাড়াই চলে ইলিশ শিকার।

মুলাদির নদীগুলোতে ইলিশের এই অবৈধ শিকার বন্ধ করতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে বলে বিশ্বাস স্থানীয়দের।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।