ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

প্রস্রাব খানায় পরিণত হয়েছে বরিশাল বিভাগীয় জাদুঘরের চারপাশ

তানজীল ইসলাম শুভ, বরিশাল।
ডিসেম্বর ৭, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিভাগীয় জাদুঘরের চারপাশের পরিবেশ দিন দিন দুঃসহ হয়ে উঠছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এ স্থাপনাটির চতুর্দিকে গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত প্রস্রাবখানা। যত্রতত্র মল-মূত্র ত্যাগের কারণে চারপাশে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে পথচারী ও আশপাশের দোকানদাররা জাদুঘরের দেয়াল ঘেঁষে মল-মূত্র ত্যাগ করছেন। এ অবস্থার কারণে জাদুঘরের নান্দনিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, “প্রায়ই এখানে লোকজন প্রস্রাব করে যায়। কেউ কিছু বলে না। এর ফলে দুর্গন্ধে ব্যবসা করাও কঠিন হয়ে পড়েছে।”

জাদুঘর কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তাদের নজরে এসেছে। একজন কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জাদুঘরের পরিবেশ রক্ষায় আমাদের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাদুঘরের আশপাশে স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে সচেতনতার অভাব এবং জনসাধারণের অসচেতন আচরণকেও এ সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

বরিশালের সাংস্কৃতিক কর্মীরা মনে করেন, একটি ঐতিহ্যবাহী স্থাপনার চারপাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ শুধু স্থানটির মর্যাদাকেই ক্ষুণ্ন করছে না, বরং পুরো শহরের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।