বরিশাল নগরীর বরফকল কলোনির পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একদল তরুণের উদ্যোগে শুরু হয়েছে ‘প্রজেক্ট প্রেরণা’। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কলোনির নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং একই সাথে পরিবেশবান্ধব পণ্য তৈরির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।
প্রকল্পটির আওতায় প্রথম ধাপে কলোনির ১০ জন নারীকে টোট ব্যাগ তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী দিয়ে নারীদেরকে ব্যাগ তৈরি করার সুযোগ করে দেওয়া হয়। প্রজেক্ট প্রেরণা টিম এই ব্যাগগুলো বাজারজাত করার ব্যবস্থা করে এবং বিক্রয় থেকে পাওয়া সমস্ত অর্থ নারীদেরকে দিয়ে থাকে।
প্রজেক্ট প্রেরণার সাথে যুক্ত বরফকল কলোনির একজন নারী আমাদের জানান, “আমি ঘরে বসে উপার্জন করার মাধ্যম খুঁজছিলাম তবে বস্তি এলাকায় থাকার কারনে মানুষ আমাদের তৈরি কিছু গ্রহন করতে দ্বিধাবোধ করেন। প্রজেক্ট প্রেরণার প্রশিক্ষণের মাধ্যমে আমি ব্যাগ তৈরীর কাজটি শিখেছি। বর্তমানে তারা আমার তৈরী করা ব্যাগ গুলো বাজারজাত করতে সহযোগীতা করছে। এতে আমি ঘরে বসেই কিছুটা উপার্জন করতে পারছি”
এছাড়াও, পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে কচুরিপানা দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রজেক্ট প্রেরণা টিম। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা করা হচ্ছে, অন্যদিকে নারীদের আয়ের নতুন একটি উৎস তৈরি হচ্ছে।
বরফকল কলোনির নারীরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বাধীনতার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন করছে। তারা এখন নিজেরাই আয় করে নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারছে। এই উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসা করা হচ্ছে এবং অনেকেই এই ধরনের উদ্যোগকে অনুসরণ করার কথা ভাবছেন।
প্রজেক্ট প্রেরণা একটি উজ্জ্বল উদাহরণ যে, সামান্য কিছু উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নত করা সম্ভব।