ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বরিশালে আমাদের পাঠশালা’র ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে সামাজিক সংগঠন সোস্যাল নেটওয়ার্ক ফর ডিসএ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি) কর্তৃক পরিচালিত আমাদের পাঠশালা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উদ্বোধন করেন যুব অধিদপ্তর বরিশাল’র সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা মো: শাহজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবির মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহরুন কবির ইভান প্রমুখ।

আমাদের পাঠশালা’র পরিচালক নন্দীনি তিথি’র পরিচালনায় শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের (সহ-শিক্ষার) উপর জোর দিতে হবে।

এছাড়াও অভিভাবকদের, ছেলে – মেয়েকে মাদক মুক্ত ও মানসিক অবসাদ থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে মনোযোগী হওয়ার বিভিন্ন পরামর্শ দেন তারা।

সর্বশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।