ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বরিশালে তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণ 

মারুফ বিল্লাহ তানিম
মে ২, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চলমান তীব্র তাপদাহ ও গরমে তৃষ্ণার্ত মানুষের মধ্যে স্বস্তি দিতে পানি বিতরণ করা হয়েছে। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাই’র উদ্যোগে এ পানি বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (০২ মে) সকালে বরিশাল নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলিসহ নগরীর বিভিন্ন জনবহুল এলাকায় সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষার্থী পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রায় ৩ হাজার বোতল পানি বিতরণ করেছে এ সংগঠনটি।

 

তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

 

সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোঃ শহিদুল হক এবং সমাজসেবক ও শিক্ষাবিদ ডক্টর ফয়জুল হকের দিক নির্দেশনায় এ পানি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারুফ বিল্লাহ তানিম, এমএইচ রাকিব, কাওসার, নাহিদ, পারভেজ, ফাহাদ বিন ফারাহ,মাহাদী, ফাহিম প্রমুখ।

 

পানি বিতরণ কার্যক্রমের নেতৃত্বে থাকা মারুফ বিল্লাহ তানিম বলেনঃ “মানুষ মানুষের জন্য হতে পারলেই কেবল বেঁচে থাকার সার্থকতা মিলে। প্রত্যেকে স্বীয় সাধ্যানুযায়ী পরস্পরের কল্যাণে পাশে থেকে দেশকে সমৃদ্ধ, সুন্দর এবং সুখময় করে তুলতে পারলেই নাগরিক হিসেবে আমরা সফল। আমরা আজ দেশব্যাপী যে খড়ার মধ্যে তাপদাহে কষ্ট করছি এ সংকট আমাদেরই সৃষ্ট, পরিবেশ রক্ষায় আমাদের উদাসীনতার ফলেই এই ভয়াবহ দুর্যোগ এসেছে,সবাইকে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশি বেশি বৃক্ষরোপণের আহবান করছি ” এবং আজকের আয়োজনে সাথে ভলান্টিয়ার হিসেবে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব ভাইয়েরা ছিলো সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।