বরিশালের গৌরনদীতে ‘বরিশালে শেকলে বাঁধা গৃহবধূ নাজমার জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের গৃহবধূ নাজমার চিকিৎসা সহায়তায় প্রবাসীরা এগিয়ে এসে অর্ধ লাখ নগদ টাকা প্রদান করেছে।
মঙ্গলবার রাতে নাজমার বাড়িতে গিয়ে তার বাবার হাতে সহায়তার অর্থ প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, মানসিক ভারসাম্যহীন শিকল বন্দি নাজমার সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা ৪৭ হাজার পাঁচশ’ এবং এক জনপ্রতিনিধি দুই হাজার পাঁচশ’ টাকা তার সুচিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়েছেন। যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, ওই গৃহবধুকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুস সালাম প্রমূখ।
উল্লেখ্য- গত তিন বছর পূর্বে স্বামীর মৃত্যুর পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে চার সন্তানের জননী নাজমা। এরপর দুই বছর যাবত নিজ বাড়িতে অর্থাভাবে বিনা চিকিৎসায় শিকল বন্দি হয়ে জীবন কাটছে গৃহবধূ নাজমার।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                