ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বরিশাল পলিটেকনিকে সাধারণ শিক্ষার্থীদের গণ ইফতার কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার  (১৫ মার্চ) বরিশাল পলিটেকনিক মাঠে  এ গণ-ইফতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজার (১৫০০) শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড় হতে থাকেন মাঠে।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন ‘বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য রোজা রাখা, ইফতার করা। কোনো একটা গোষ্ঠী চক্রান্ত করে মুসলমানদের সংস্কৃতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। আমাদের এ অপশক্তির জবাব দিতে হবে।

পলিটেকনিক শিক্ষার্থী মো: বায়েজিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত নেবে আর এ দেশের ধর্মপ্রাণ মুসলিমরা সেটা সহ্য করবে এটা ভাবা বোকামি। তার প্রমাণ আজকের এ গণ ইফতার কর্মসূচি। সেই সব কুচক্রীরা তাকিয়ে দেখুক এখানে কত শিক্ষার্থী সমবেত হয়ে ইফতার করছে।’

পলিটেকনিকের আরেক শিক্ষার্থী মো: সাইম বলেন, ‘শুধুমাত্র বরিশাল পলিটেকনিক নয়, বাংলাদেশের বড় বড় প্রায় সব ক্যাম্পাসেই গণ ইফতার অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে চাইলেই মুসলমানদের সংস্কৃতিকে স্তব্ধ করে দেওয়া যায় না। এ দেশের মানুষ, এ দেশের ধর্মপ্রাণ মুসলমান তা হতে দেবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্য রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ থাকবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।