ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বাইডেনের বক্তব্যে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লো ৫ শতাংশ

আন্তর্জাাতিক ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের তেল শিল্পের ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের জেরে তেলের দাম বেড়েছে ৫ শতাংশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০ শতাংশ বেড়ে ৭৭ ডলারে দাঁড়িয়েছে। ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের হামলাকে সমর্থন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা এ বিষয়ে আলোচনা করছি।’

মূলত, বাইডেনের এমন মন্তব্যের পরই বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য ৫ শতাংশ বেড়েছে। চলতি বছর চীনের কম চাহিদা এবং সৌদি আরব থেকে সরবরাহ মূল্য কমিয়ে রাখার জন্য তেলের মূল্য কিছুটা নিচের দিকে। তবে, মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি এখন তেলের বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।