ভারতের কাছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইনসাইড স্টোরি’তে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম ছিল, “বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত কি প্রত্যর্পণ করবে?”
২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না থাকলে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। এর ফলে নয়াদিল্লি চাইলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।
এ বিষয়ে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো সোহেলা নাজনীন বলেছেন, “প্রত্যর্পণ চুক্তি থাকলেও, ভারত চাইলে এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। বিচারব্যবস্থার নিরপেক্ষতা না থাকলে এটি ভারতের জন্য বিবেচনার বিষয়।”
এছাড়াও বাংলাদেশের নারী অধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা শিরীন হক জানান, “শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্ক থাকলেও, এখন সুষ্ঠু প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করা হবে।”