অবশেষে আদিত্যর মৃতদেহ নলছিটি সুগন্ধা নদীর তীরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক নয়টার দিকে নলছিটি ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদীর পাশে কিছু লোকজন একটি লাশ ভাসতে দেখে।
খবর পেয়ে নলছিটির থানাপুলিশ মৃত লাশটি আদিত্যের বলে সনাক্ত করে এবং পরিবারে কাছে হস্তান্তর করে।
গত ১৩ এপ্রিল সকাল 11 টার দিকে সুগন্ধা নদীর কলবাড়ি এলাকায় স্রোতে তলিয়ে যায়, আদর স্টুডিওর প্রোপাইটার শিমুল চক্রবর্তীর একমাত্র পুত্র সন্তান আদিত্য চক্রবর্তী। আট দিন পর তার লাশ আজকে পাওয়া যায়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        