ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী নাগরভিটা সীমান্তের কাটাঁতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ রাজু (২৭) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পোষ্টঅফিস সমিরনগর গড়িয়াল গ্রামের মোঃ হবির ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে রাজুসহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময়, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।

ঘটনার সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। সীমান্তে গুলি বন্ধ ,শান্তি ফেরাতে এবং ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।