ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ এর ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ বল আগেই জয় পায় অজিরা।

এদিন, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লঙ্কান মেয়েরা। ২৩ রান করে ক্যাচ আউটের ফাঁদে পা দেন হার্শিতা। দলের আর কেউই করতে পারেননি বলার মত স্কোর। নিলাকশিকার অপরাজিত ২৯ রানে দলীয় ৯৩ রানে ইনিংস শেষ
করে শ্রীলঙ্কা।

অজিদের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেগান। জবাবে শুরুতে অধিনায়ক হিলিকে হারায় অস্ট্রেলিয়া। ১৭ রানে আউট হন এলিসা পেরি। এরপর ওপেনার বেথ মুনির অপরাজিত ৪৩ রানে ১৪ দশমিক ২ ওভারেই জয় পায় অজিরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।