ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নাজিরপুরে সেইন্ট-বাংলাদেশ এর আয়োজনে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

তানজীল ইসলাম শুভ
অক্টোবর ২৩, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের আওতায় প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে একটি ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে বরিশালের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ।

আজ ২৩ অক্টোবর ২০২৪ (বুধবার) তারিখে নাজিরপুর অন্বেষণ পাঠাগারে এ আয়োজন করা হয়৷ এ ক্যাম্পের মাধ্যমে নাজিরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই ক্যাম্পে প্রায় শতাধিক শিক্ষার্থী  বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

সেইন্ট-বাংলাদেশ এর শিশুদের জন্য কর্মসূচীর মুলাদী উপজেলার স্বাস্থ্যসেবা বিভাগের প্রজেক্ট অফিসার মঞ্জুর হোসাইন ভুঁইয়া বলেন, উক্ত প্রকল্পের আওতায় “আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় নাজিরপুরের বিভিন্ন স্কুলে আমাদের ক্ষুদে ডাক্তার টিম দিয়ে প্রাথমিক চক্ষু পরীক্ষা করাই। যার পরিপ্রেক্ষিতে আমরা আজ বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চক্ষু পরীক্ষা করাই। উক্ত ক্যাম্পে চোখের রোগ নির্ণয় করা হয় এবং যাদের চশমা প্রয়োজন তাদেরকে চশমা প্রদান করা হবে জানান তিনি । বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি, গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।

স্থানীয় বাসিন্দারা সেইন্ট-বাংলাদেশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই সহায়ক। চোখের চিকিৎসা সাধারণত ব্যয়বহুল হয়ে থাকে, কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সন্তানেরা বিনামূল্যে সেবা পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।”

উল্লেখ্য সেইন্ট-বাংলাদেশ ২০১৯ সাল থেকে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের আওতায় বরিশাল বিভাগের মুলাদী এবং বাকেরগঞ্জ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।