ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

পদত্যাগের ইঙ্গিত দিলেন ইসরাইলি সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

গত বছরের ৭ অক্টোবরের হামলার বিষয়ে তদন্ত শেষে পদত্যাগ করতে পারেন ইসরাইলি সেনাপ্রধান হার্জি হালেভি। শুক্রবার সেনাকর্মাকর্তাদের সাথে এক বৈঠকে এমন ইঙ্গিত দেন তিনি।

সেনাপ্রধান হালেভি বলেন, গত বছরের ৭ অক্টোবরের হামলার বিষয়ে সামরিক বাহিনীর তদন্ত শেষ হলে আমার ব্যক্তিগত বিষয়েও সিদ্ধান্ত নেব আমি। আমার পরে আমার পরের কমান্ডাররা দায়িত্ব পালন করবেন। যদি সঠিক বিষয়টি আমাদের কাছে প্রতিভাত হয়ে যায়, তাহলে নিজের বিষয়ে সিদ্ধান্তে আর পাশ কাটিয়ে যাব না।

তবে এ সময় কোনো কোনো কর্মকর্তা তাকে বুঝাতে চেষ্টা করেছেন যে ৭ অক্টোবরে নিজের ব্যর্থতার দায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়াটা তার জন্য সমুচিত হবে না।

এদিকে, চলতি সপ্তাহে দু’জন কমান্ডার নিয়োগ দিতে চেয়েছিলেন হালেভি। কিন্তু তাদের নিয়োগ আটকে দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেন, গত ৭ অক্টোবরের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দু’জনকে নিয়োগ দেয়া যাবে না। তবে তাদের বাইরে প্রায় ৪০ জনের নিয়োগ অনুমোদন করেছেন তিনি।

তবে ওই দুই কর্মকর্তার নিয়োগ বাস্তবায়নেই বেশি জোর দিচ্ছেন সেনাপ্রধান। তিনি শুক্রবার কমান্ডারদের কাছে পাঠানো একটি চিঠিতে বলেন, অফিসার নিয়োগে তার অধিকার রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।