ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি: সিইসি

নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেসব পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আরও জানালেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনও প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই বিষয়ে কমিশন কোনও মন্তব্য করবে না।

ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করা যাবে না উল্লেখ করে এ এম এম নাসির উদ্দীন বলেন, সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছেন সবাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসি, এ সময় এমনটাও জানান তিনি। বললেন, আগামী সংসদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।