বরিশালে শীতার্ত শিশুদের উষ্ণতার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ‘আমাদের পাঠশালা’র অর্ধশতাধিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এটি এসএনডিসি বাংলাদেশের একটি উদ্যোগ, যা বরিশালে পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, যিনি শিশুদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা শাহাজাদা হিরা, প্রতিষ্ঠাতা তানজীল ইসলাম শুভ, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, পাঠশালার পরিচালক সানজিদা ঐশি, সহ-পরিচালক ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি) বিগত ১০ বছর ধরে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনমান উন্নয়নে কাজ করছে। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আমাদের পাঠশালা’ ঝড়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এসএনডিসি’র সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা। এই উদ্যোগ তারই একটি অংশ। আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে শিশুরা কম্বল পেয়ে আনন্দিত হয় এবং তাদের পরিবারের জন্য এই সহায়তা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এ উদ্যোগকে বরিশালের স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
এ ধরনের কার্যক্রম বরিশালসহ অন্যান্য এলাকায় আরও বিস্তৃতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এসএনডিসি কর্তৃপক্ষ।