ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

বিএম কলেজে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা শুরু

জুনাইদ সিদ্দিকী
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা। আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা তারুণ্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএম কলেজের অধ্যক্ষ ড. সেখ মো. তাজুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিন দিনব্যাপী এ মেলায় বিএম কলেজের ২২টি বিভাগ, সামাজিক সংগঠন বাঁধন, কোয়ান্টাম মেথড ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

মেলা চলবে ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে।

উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি বরিশালের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

মেলা আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।