ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

পটুয়াখালীতে বাস কাউন্টার দখল নিতে যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে বাস কাউন্টার দখল নিয়ে ছুরিকাঘাতে ফিরোজ খান (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-দশমিনা রুটের তেতুলিয়া ও মুন পরিবহনের কাউন্টার পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ খান। আজ (বুধবার) ওই কাউন্টার দখল করতে যান স্থানীয় আবুবক্করের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল। বাস কাউন্টার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুবক্করের ছেলে হাসেম ছুড়ি দিয়ে ফিরোজ খানের পেটে আঘাত করে পালিয়ে যায়। দ্রুত ফিরোজকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরোজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।